জৈন্তাপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ২৮

জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ফেরিঘাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেছে । এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (১লা আগস্ট) রাত আনুমানিক ৬টা ৫০ মিনিটে জাফলং থেকে ছেড়ে আসা গেইটলগ পরিবহনের একটি বাস (রেজি. নং. সিলেট মেট্রো-ব-১১-০০০৩) সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
পথিমধ্যে রাত প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে পৌঁছালে একই দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খালে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, ২৮ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে, দুর্ঘটনার কারণ সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।