জয়দেবপুর রেলওয়ে জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে একটি ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নাফিসা আরেফীন এটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, এবং পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা পরিষদ এই কর্নারটি ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করেছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ই জুলাই ঢাকার উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার