নেত্রকোনায় শরীফুল আলম মাসুমের মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:২২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক সদস্য শরীফুল আলম মাসুমের মুক্তির দাবিতে নেত্রকোনার মদন উপজেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মদন সেন্টারে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিলটি এক সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন এবং বক্তব্য রাখেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০১২ সালে শরীফুল আলম মাসুমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। দীর্ঘ ১১ বছর পর ২০২৩ সালে আদালতের রায়ের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে, যা গণতন্ত্রকামী মানুষের কণ্ঠরোধের অংশ। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ সায়েম, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান, সাবেক আহ্বায়ক মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ছাত্রদল গোলাম কিবরিয়া, সাবেক সদস্য সচিব সাইমন আকন্দ লিমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান শাহরিয়ার স্বজন, পৌর ছাত্রদলের গোলাম রাব্বি কোরাইশি, উপজেলা ছাত্রদলের সুমন, মদন সরকারি কলেজ ছাত্রদলের নির্জয় মির্জা, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কালাম আকন্দসহ আরও অনেকে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

বক্তারা আরও বলেন, আন্দোলনের মাধ্যমেই শরীফুল আলম মাসুমের মুক্তি আদায় করা হবে।