মুন্সীগঞ্জে ফটো সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, আহত ৩
মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক রাহিদ হোসেন (২৮)-কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর স্বজনদের ৩টি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।
এতে বাধা দিতে গেলে ঘটনাস্থলেই লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আরও কয়েকজনকে। আহতরা হলেন— রাহিদের মামা মো. রুহুল আমিন (৪৫) ও ছোট ভাই রাকিব হোসেন (২১)।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব রমজানবেগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্তরা হলেন সেলিম, স্বাধীন, রাজু ও সুচনা— তারা সহ ৩০-৪০ জন এ হামলায় অংশ নেয়।
পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ফটো সাংবাদিকসহ অন্যান্যদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান। ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী রুহুল আমিনের স্ত্রীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের সঙ্গে বিষয়টি মীমাংসার জন্য কথা বলতে গেলে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিতদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





