খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির মিলাদ ও দোয়া মাহফিল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপ্রধান বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন। বিশেষ দোয়া করা হয় দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়।

মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার