নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল র্যালি বের করা হয়।
র্যালিটি কলেজগেট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চেয়ারম্যান মার্কেটের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম খালেদ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. এ. হান্নান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল আবদাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মাসুদ চৌধুরী, শ্রমিক দলের সাবেক সভাপতি মো. ইমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি এবং কলেজ শাখার সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি প্রমুখ।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
দিবসটি উপলক্ষে পুরো উপজেলা সদরে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নাসিরনগর উপজেলা সদর প্রাণবন্ত হয়ে ওঠে।





