কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি পর্যায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

Sanchoy Biswas
মনির হোসেন, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পর্যায়ের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিয়মিত গভর্নিং বডি গঠনের অংশ হিসেবে আয়োজিত এ নির্বাচনে সাতজন প্রার্থী অংশ নেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি নিরপেক্ষভাবে ফলাফল ঘোষণা করে তিনজনকে বিজয়ী ঘোষণা করে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বিজয়ী অভিভাবক প্রতিনিধিরা হলেন—মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান, রূপ দাস।

গভর্নিং বডি ও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রবিধিমালা অনুযায়ী, নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা কলেজের উন্নয়ন, শিক্ষক নিয়োগ, অনুদান সংগ্রহ, সাময়িক বরখাস্ত,অপসারণ, বাজেট অনুমোদন, ছাত্র-ছাত্রীদের শিক্ষাসুবিধা বৃদ্ধি, গ্রন্থাগার ও ল্যাবরেটরি উন্নয়নসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার