গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা
গোপালগঞ্জে দুর্বৃত্তরা গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এই দুই পৃথক স্থানে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে শহরের গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেয়াল ও একটি পিক-আপভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গণপূর্ত বিভাগের পিক-আপভ্যানে আগুন ধরে যায়। অফিসের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এছাড়া, গভীর রাতে সদর উপজেলার উলপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা ভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫ থেকে ৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও ভবনের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি কালো রঙের মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে এবং বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
অন্যদিকে, রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্বৃত্তরা গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
পুলিশ বলছে, একযোগে এই তিনটি ঘটনার পেছনে কোনো সংগঠিত নাশকতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





