আশুলিয়ায় গোলাগুলির পর পিস্তলসহ গ্রেপ্তার চার

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার পর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল ও কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়।

ডিবি পুলিশ জানায়, এর আগের রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্য–উপাত্ত সংগ্রহ করে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভোররাতে বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁদপুরের মান্নান পাটোয়ারী (২৪), মানিকগঞ্জের মনোয়ার হোসেন টিটু (২৮), আশুলিয়ার আল আমিন স্বপন (৩০) ও জুলহাস মিয়া (৩০)। এদের মধ্যে মনোয়ার হোসেন টিটু আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। মান্নান পাটোয়ারী ও টিটু দুজনেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় মান্নান পাটোয়ারীর দেওয়া তথ্যের ভিত্তিতে কাইচাবাড়ি নবারটেক এলাকার একটি বড়ই বাগান থেকে ম্যাগাজিনসহ সিলভার রঙের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।