ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদীর রায়পুরা উপজেলার যুগ্ম সমন্বয়নকারী মারুফ মিয়া পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা এনসিপির নেতা শনিবার (৬ ডিসেম্বর) সকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই পোস্ট দেন।
আরও পড়ুন: টঙ্গীতে পরিত্যক্ত কার্টুন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার
এসময় ফেসবুক কমেন্টে তিনি লিখেন, "প্রিয় নরসিংদীবাসী ও দেশবাসী" National Citizen Party- NCP সহ সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমি মারুফ মিয়া যুগ্ম সমন্বয়কারী, রায়পুরা উপজেলার পদ থেকে সেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে আমি গুপ্তদের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে সবজায়গায় থেকে আমাকে কোনঠাসা করার আমার অভিযোগের সুষ্ঠ, নিরপক্ষ কোন প্রকার সমাধান না পাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র থেকে আনি পদত্যাগের ঘোষণা করছি।
তিনি আরও লেখেন, মানুষ ভুলের উর্ধে নয়, আমিও মানুষ আমারও ভুল হতে পারে, অস্বাভাবিক নয়। আমার এই ক্ষুদ্র রাজনীতি জীবনে জেনে বুঝে কাউকে নূন্যতম কষ্ট যদি দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন।
আরও পড়ুন: নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
যেখানে মেধা চেয়ে কোঠার দাম বেশি, যোগ্যতা থেকে চাটুকার দাম বেশি, নিবেদিতদের থেকে গুপ্তদের দাম বেশি সেখানে আমার মত স্পষ্টভাষী, প্রতিবাদী মানুষের থাকা বড্ড বেমানান। পদ পদবী জন্য আমি রাজনীতিতে আসেনি। সুন্দর এক বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে গঠন করার উদ্দেশ্য এসেছিলাম। আমার দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে পেরেছি যে গুপ্ত রাজনীতির ভবিষ্যত কখনো সুন্দর হবে না, তার জন্য সেচ্ছায় পদত্যাগ।
এনসিপিতে সত্যিকার ভালো মানুষ আছে যারা দলকে ভালোবাসে সুন্দর এক দেশ গঠন করতে চায়। তাদের জন্য দোয়া ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।---





