বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা থেকে সরে দাঁড়ালেন শাকিব খান

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম আলোচিত দল ঢাকা ক্যাপিটালসের মালিকানা থেকে সরে দাঁড়িয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। গত আসরে দলটির মালিকানায় যুক্ত থাকলেও এবারের বিপিএলে আর দেখা যাবে না তাকে।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত বিপিএলের ক্রিকেটার নিলামে শাকিবের অনুপস্থিতি থেকেই বিষয়টি আলোচনায় আসে। বিসিবি সূত্র নিশ্চিত করেছে, ঢাকা ক্যাপিটালসের মালিকানা রিমার্ক হারল্যান থেকে এখন চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে। নতুন মালিকানায় শাকিব আর যুক্ত হননি।

আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, তিনি আগেই রিমার্ক-হারল্যানের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ঢাকা ক্যাপিটালস বা রিমার্ক-হারল্যানের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা নেই এবং দলের বিষয়ে কোনো আপডেটও তার কাছে নেই।

গত বছর ঢাকার দলের সঙ্গে যুক্ত হয়ে ব্যাপক আলোচনায় ছিলেন শাকিব। গ্যালারিতে উপস্থিত হয়ে দর্শকদের মাতিয়ে তোলার পাশাপাশি দল মালিকানার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছিলেন— ভবিষ্যতে তার দল আরও আগ্রাসী ও শক্তিশালী হয়ে মাঠে নামবে। তবে নতুন মৌসুমে তার অনুপস্থিতি ক্রিকেটভক্তদের মাঝে নানা প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন: আজ বিশ্বকাপ ২০২৬ এর ড্র: ৪৮ দলের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল— ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস এবার প্রথমবারের মতো টুর্নামেন্টে নাম লিখিয়েছে। গত আসরে নিলামে সরাসরি উপস্থিত ছিলেন শাকিব খান।

২০২৪ সালের বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এদিকে শাকিব খান বর্তমানে তার নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন, যা ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে।