টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাশিয়ানীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহাযজ্ঞ
নিহত ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৫৭)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। সিদ্দিক টঙ্গীর মধুমিতা এলাকার আপন নীড় নামক একটি ভাড়া বাসায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাস করতেন।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক(এসআই)মেহেদী হাসান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
আরও পড়ুন: টঙ্গীতে পরিত্যক্ত কার্টুন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকার অফিসে কাজে যোগ দিতে সকাল সাড়ে ছয়টায় বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের উপর গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো.আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।





