লন্ডন-দিল্লি-পিন্ডিতে বসে রাজনীতি চলবে না: সাদিক কায়েম
নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের মানুষের কাছে আসতে হবে”—এ মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, “লন্ডনে, দিল্লিতে বা পিন্ডিতে বসে আর রাজনীতি করা চলবে না। ইনসাফের পথে তরুণদের নেতৃত্বেই বাংলাদেশ এগোবে।”
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের আয়োজনে “তারুণ্যের উৎসব” শীর্ষক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, গত ৫৪ বছরে দেশের বহু আশা পূরণ হয়নি। গত ১৭ বছরের ফ্যাসিস্ট কাঠামো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, “তরুণরা যেদিকে যাবে, বাংলাদেশ সেদিকেই যাবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামের প্রার্থীরা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ের এয়ারপোর্ট চালু, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, কৃষক-শ্রমিক-মজুরদের অধিকার আদায়সহ উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করার লক্ষ্যে কাজ করবে।
আরও পড়ুন: রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ ১, আহত ৫
সীমান্ত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে ঘটে যাওয়া প্রতিটি সীমান্ত হত্যার বিচার হবে। স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন চলবে না, দিল্লির দালালদের স্থান হবে না।
জুলাই বিপ্লবকে তরুণদের নেতৃত্বের ফসল উল্লেখ করে তিনি আরও বলেন, যখন তরুণরা ইনসাফের পক্ষে দাঁড়ায়, তখন বিজয় অবশ্যম্ভাবী হয়। তরুণদের এই গণজোয়ার ৫৪ বছরের বঞ্চনাকে সমূলে উৎখাত করবে। বক্তব্যের একপর্যায়ে তিনি দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় গণশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী আবদুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টারসহ দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা।





