হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
হত্যাকাণ্ড বন্ধে কোনো তাৎক্ষণিক ‘ম্যাজিক সমাধান’ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিতের সময় নয়
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনের আগে এমন ঘটনা একেবারে বন্ধ হয়ে যাবে—এটা আমি বলতে পারব না। যদি লাইট অন-অফের মতো কোনো সুইচ বা ম্যাজিক থাকত, তাহলে করে দিতাম। কিন্তু বাস্তবে এমন কোনো ম্যাজিক আমার কাছে নেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এগিয়ে আসা জাতীয় নির্বাচনের প্রস্তুতি “মাশাআল্লাহ খুবই ভালো”। সব বাহিনী প্রশিক্ষণ নিচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: কেএমপি কমিশনারসহ পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
তিনি বলেন, “সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্যই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, এবার ভোটগ্রহণ সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট গণনার সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে বিকল্প আলোর ব্যবস্থা থাকবে। নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
জাতীয় পার্টির মাঠের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তো কাউকে বাধা দিচ্ছে না। সবাই মাঠে আছে—মাঠ গরম করে রাখছে। অনেকেই আছে যারা ঘর থেকে বের হতে চায় না, সেটা তাদের ব্যাপার।”
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে, আপনারাও খবর করছেন। অভিযান অব্যাহত রয়েছে।”





