ইডির তলবে হাজিরা দিলেন অভিনেত্রী নেহা শর্মা
ভারতে অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। গুরুতর এই অভিযোগের তদন্তে বলিউড ও টলিউডের একাধিক শীর্ষ তারকা ইতোমধ্যেই নজরদারিতে এসেছেন।
এই ধারাবাহিকতায় এবার ইডি বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে নোটিশ পাঠায়। তিনি বিহারের কংগ্রেস নেতা অজিত শর্মার কন্যা। পিটিআই-এর তথ্য অনুযায়ী, নোটিশ পাওয়ার পর গত মঙ্গলবার ইডি কার্যালয়ে হাজিরা দেন নেহা শর্মা এবং সেখানে তার বয়ান রেকর্ড করা হয়।
আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব
যদিও এ বিষয়ে নেহা শর্মা বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
নেহা শর্মা প্রথম নন—এর আগে অনলাইন বেটিং অ্যাপের প্রচার বা বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বলিউডের একাধিক তারকাকেও তলব করেছে ইডি। এই তদন্তের আওতায় রয়েছে টলিউড অভিনেতা-অভিনেত্রী, প্রাক্তন খেলোয়াড় এবং জনপ্রিয় নেট-ইনফ্লুয়েন্সাররাও।
আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল
প্রসঙ্গত, নেহা শর্মা ২০০৭ সালে তেলেগু ছবি ‘চিরুথা’-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন এবং বলিউডে পরিচিতি পান ২০১০ সালের ছবি ‘ক্রুক’ এর মাধ্যমে। এরপর তিনি ক্যায়া সুপার কুল হ্যায় হাম, ইয়ংগিস্তান, তুম বিন ২, এবং ব্লকবাস্টার তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র–সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।





