গোবিন্দগঞ্জে ইয়াবা, চাপাতিসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sadek Ali
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪০ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে হিরোইন, ইয়াবা ও চাপাতি সহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এস,আই নজরুল ইসলাম ও এ,এস,আই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গতরাতে দুটা'র দিকে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের জনৈক বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) ও হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবীর (২৮) কে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৪৭পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ টাকা ৩৭০০ (তিন হাজার সাতশত) টাকা জব্দ করে।

আরও পড়ুন: রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ ১, আহত ৫

গোবিন্দগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। 

জনস্বার্থে মাদককের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কাশিয়ানীতে মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে উপজেলার সংকীর্ণ প্রবেশপথ