সায়েন্সল্যাব মোড় অবরোধ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। তাদের আকস্মিক সড়ক অবরোধে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্কুলিং মডেল বাস্তবায়িত হলে তাদের প্রচলিত শিক্ষা কাঠামো ও ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা হুমকির মুখে পড়বে। তারা দাবি জানান, স্কুলিং মডেলটি দ্রুত বাতিল করে পূর্বের নিয়মে শিক্ষাক্রম চালু রাখতে হবে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন এবং হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ধরে রাখেন। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তি হয়, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছে বলে জানা গেছে।