মাদ্রাসা শিক্ষার্থীরা যুগোপযোগী ও আধুনিক রূপে গড়ে উঠে: অতিরিক্ত ডিআইজি

Sanchoy Biswas
হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। আজকের যারা কচিকাচা শিক্ষার্থী, আগামীতে তারাই এদেশের সুমান বয়ে আনবে। মাদ্রাসা শিক্ষার্থীরা যুগোপযোগী ও আধুনিক রূপে গড়ে উঠে। তারা সমাজের আয়নার স্বরূপ।

স্বপ্নের দেশ গড়তে তারাই অগ্রণী ভূমিকা পালন করবে। রবিবার, ১৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের বাস টার্মিনাল লাহারপাড়া বায়তুর রহমান জামে মসজিদ, হযরত রোকিয়া (রাঃ) মাদরাসা ও হেফজখানা এতিমখানার অভিভাবক ও নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত ডিআইজি (টুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন) আলহাজ্ব আপেল মাহমুদ এসব কথা বলেন।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মাহবুবর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল।

এসময় অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার প্রধান শিক্ষিকা মৌলানা মুহাম্মদ হাসেমের সার্বিক তত্ত্বাবধানে কমিটির সদস্য মোঃ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও কমিটির নব নির্বাচিত সদস্যদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ