নরসিংদীতে বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালী

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২১ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী সদর ও পৌর শাখার যৌথ উদ্যোগে আলোচনাসভা ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের সূতাপট্টির মোড়ে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জাহের মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী শাখার প্রধান উপদেষ্টা ও নরসিংদী সদর-১ আসনে ইসলামী আন্দোলন হাতপাখার মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা শওকত হোসেন সরকার। প্রধানবক্তা ছিলেন ইসলামী আন্দোলন নরসিংদীর সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া। এছাড়াও ইসলামী আন্দোলন নরসিংদীর সাধারণ সম্পাদক মো. পারভেজ খান, নরসিংদী পৌর শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া, মাধবদী শাখার সভাপতি আলহাজ্ব মো. ইউনুস ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে কয়েকশ মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নেন। র‍্যালীটি সূতাপট্টির মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: পরিবারের নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ