গৃহকর্মী নিয়োগে পরিচয় নিশ্চিত করার আহ্বান ডিএমপি কমিশনারের
রাজধানীতে গৃহকর্মী কর্তৃক সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধে গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় যাচাই বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে চাঞ্চল্যকর জোড়াখুনের ঘটনার পর সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার নগরবাসীর উদ্দেশে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, গৃহকর্মী দ্বারা মূল্যবান সম্পদ চুরি বা পালিয়ে যাওয়ার ঘটনাও প্রায়শই ঘটে থাকে। সামান্য সচেতনতা এসব অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুটি জরুরি নির্দেশনা
তিনি নগরবাসীকে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কমপক্ষে দুইজন সনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণের আহ্বান জানান।
এছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ এবং নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করতেও পুনরায় অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।





