ঢাবির আবাসিক হল সংস্কার: অগ্রগতি পর্যালোচনা ও নতুন কর্মপরিকল্পনা

Sanchoy Biswas
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০০ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন। তিনি কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালকসহ প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের শাস্তিতেও বৈষম্য

সভায় জানানো হয়, আবাসিক হলগুলোর চলমান সংস্কার কাজের বিভিন্ন ধাপ প্রায় সমাপ্তির পথে রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন পরিবেশ উন্নয়ন এবং স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রকৌশল দপ্তরকে আরও কার্যকর তদারকি জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সড়ক দুর্ঘটনায় নিহত