ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহর মনোনয়নপত্র গ্রহণ

Sanchoy Biswas
কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষীপুর)
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর, পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর) আজ ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

আল্লাহর উপর পূর্ণ ভরসা ও দেশবাসীর দোয়া কামনা করে তিনি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, কর্মী-সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে ২ কোটি টাকায় নির্মিত হলো শতাদিক পাকা গ্রামীণ সড়ক

মনোনয়নপত্র গ্রহণ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন, “দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আল্লাহ তায়ালার উপর ভরসা করে এবং পীর সাহেব চরমোনাইয়ের দিকনির্দেশনায় আমি লক্ষ্মীপুর-৪ আসনের মানুষের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় অন্যায়, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখে এসেছে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, আল্লামা খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে লক্ষ্মীপুর-৪ আসনে একটি নৈতিক, সৎ ও জনকল্যাণমুখী রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।