গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Sanchoy Biswas
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, গত বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর দাফন সম্পন্ন, নিজ গ্রামে শেষ বিদায়

আটককৃতরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার কুরুল মেধারাম গ্রামের শহিদ আলীর ছেলে ইব্রাহিম (২২) এবং একই উপজেলার কর্নপুর গ্রামের মৃত খয়েম উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩২)।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার উপপরিদর্শক হারুন অর রশীদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কমছে না

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।