নিরাপত্তা নিয়ে পরিবার উদ্বিগ্ন হলেও আমি ভীত নই: শফিকুল আলম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:২০ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজের নিরাপত্তা নিয়ে পরিবারের গভীর উদ্বেগের কথা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে তার স্ত্রী, সন্তান ও ভাই-বোন তাকে আরও সতর্ক থাকতে বলেছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি কোনো ভয় অনুভব করছেন না বলেও স্পষ্ট করেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের ১৬ মাস পূর্ণ হলেও সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

পোস্টে তিনি লেখেন, সাম্প্রতিক নৃশংস গুলিবর্ষণের ঘটনার পর থেকে ওসমান হাদি তার ভাবনায় ও দোয়ায় রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যেখানে যান সেখানেই অসংখ্য ‘হাদি’র দেখা পান—যারা প্রতিবাদী ও নির্ভীক প্রজন্মের প্রতীক।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা একটি স্বৈরাচার উৎখাত করেছে, কিন্তু তাদের সংগ্রাম এখনো শেষ হয়নি।” তার ভাষায়, যতদিন এই প্রজন্ম নিজেদের অবস্থান থেকে সরে যাবে না, ততদিন হতাশা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

তিনি আরও বলেন, শহীদ হওয়ার আগে আনাসের মতো তরুণরা তাদের পরিবারকে প্রতিশ্রুতি দিয়ে গেছে—দেশের পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা থামবে না। এই অঙ্গীকারই আজকের তরুণদের শক্তি।

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শফিকুল আলম বলেন, সামনে নানা বাধা ও চাপ আসবে, দেশি-বিদেশি শক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করবে। কিন্তু বর্তমান প্রজন্ম ভয় পায় না, তারা লক্ষ্য পূরণ করেই ছাড়বে।

পোস্টের শেষ অংশে তিনি জুলাই-আগস্টে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপসহ বিভিন্ন আন্দোলনে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে আবরার ফাইয়াজের কথাও উল্লেখ করে বলেন, এত ক্ষতির পরও দেশজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য সাহসী তরুণ-তরুণী। “তারা ভয় পায় না—আমিও না,” লেখেন তিনি।