হাদির মৃত্যু নিয়ে কটুক্তি, নারী চিকিৎসককে অব্যাহতি

Any Akter
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৩ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্যের অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসককে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ওই চিকিৎসকের দাবী হ্যাকারদের শিকার তিনি। অব্যাহতি পাওয়া চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেলো যুবকের

নির্দেশনায় বলা হয়, শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো, যা ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না—সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত কারণ দর্শাতে বলা হয়েছে। 

তবে অভিযোগ অস্বীকার করে ডা. তাজিন আফরোজ শাহ দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল এবং সেই সুযোগে তার নাম ব্যবহার করে কটুক্তিমূলক মন্তব্য ও টাকা চাওয়ার ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশও করেছেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আরও পড়ুন: ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ আটক ৭