হাদির জানাজা শেষে সংসদ ভবনে জোর করে প্রবেশের চেষ্টা করছিল কারা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক শরিফ ওসমান হাদির নামাজে জানাজা দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবন চত্বরসহ পুরো মানিক মিয়া ইভিনিউ এলাকা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে। নামাজের সময় একদল লোক জোরপূর্বক জাতীয় সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। প্রবেশ পথে মোতায়েনকৃত সেনা সদস্যরা তাদের আটকে দেয়। দীর্ঘ সময় পর্যন্ত তারা ভিতরের প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। একটি সংবেদনশীল হত্যাকাণ্ড ও নামাজের জানাজার সময় একদল লোকের এরকম সুযোগ সন্ধানের বিষয়ে আলোচনা হচ্ছে আসলে জানাজার আড়ালে এরা কার।
বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়, ওসমান হাদির জানাজা শেষে সেখানে উপস্থিত এক দল লোক সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে। তবে সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন এবং সংসদের ভেতরে প্রবেশের গেটগুলোর সামনে অবস্থান নেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইল ইনকিলাব মঞ্চ
বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় মাইকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাতে থাকেন সেনা সদস্যরা।
তবে সংসদে প্রবেশের চেষ্টাকারীরা বেশ কিছু সময় ধরে সেনা সদস্যদের কর্ডনের সামনেই দাঁড়িয়ে ছিলেন।
আরও পড়ুন: ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, দাফন সামরিক মর্যাদায়
সেখান থেকে এখন ধীরে ধীরে লোকজন সরে শাহবাগের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন বিবিসির সংবাদ দাতারা।





