বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

Any Akter
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে এক বিএনপি নেতার বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ঘরে ঘুমিয়ে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেন ও তার দুই মেয়ে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: ফেরি থেকে নদীতে পড়ল ট্রাকসহ ৫ যানবাহন, উদ্ধার ৩ মরদেহ

নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। দগ্ধদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। গুরুতর দগ্ধ অবস্থায় বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়ি বাজারের পশ্চিম পাশে অবস্থিত।

আরও পড়ুন: নির্বাচন বানচালে সীমান্ত পথে আসছে অস্ত্র, প্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতা

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাতে বেলাল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুই মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।