গাইবান্ধা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ প্রার্থী

Sanchoy Biswas
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) এর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এর আগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার দেওয়া তথ্যে জানা যায়, এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন:

ডা. আব্দুর রহিম সরকার (জামায়াতে ইসলামী), মোহাম্মদ শামীম কায়সার লিংকন (বিএনপি), কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি), আতোয়ারুল ইসলাম নান্নু (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (ইসলামী আন্দোলন), ফারুক কবির আহমদ (স্বতন্ত্র), আব্দুর রউফ আকন্দ (স্বতন্ত্র), হুমায়ুন কবীর সরকার (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র) এবং ছামিউল আলম রাসু (গণফোরাম)।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।