নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নরসিংদী সদর উপজেলার করিমপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর মধ্যপাড়া গ্রামে, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগরের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
দোয়া মাহফিলের পূর্বে আগত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়।
পরে স্থানীয় শ্রীনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মুফতি তরিকুল ইসলাম বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য, শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করেন।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
এ সময় ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জাকারিয়া হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর মিয়া, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন সরকার, নবীন দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





