র্যাবের হাতে ধরা পড়ল আলোচিত সন্ত্রাসী হেলাল, উদ্ধার অস্ত্র ও নগদ অর্থ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব-১-এর বিশেষ অভিযানে গুলশান-বাড্ডা এলাকার আলোচিত অস্ত্রধারী সন্ত্রাসী মো. শফিকুল ইসলাম হেলালকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার ভাড়া বাসা থেকে একটি বিদেশি রিভালবার, গুলি, বিপুল পরিমাণ নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শফিকুল হেলাল রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি এলাকার লিংক ব্রিজ-১ মোড়ে অবস্থান করছে। খবর পেয়ে র্যাব-১-এর একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
র্যাবের উপস্থিতি বুঝতে পেরে শফিকুল হেলাল মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় তার ভাড়া বাসায় অবৈধ অস্ত্র ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম রাখা আছে। পরে তাকে সঙ্গে নিয়ে ওই ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
স্থানীয় সাক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বাসার একটি কক্ষের বালিশের নিচ থেকে জার্মানিতে তৈরি করা একটি বিদেশি রিভালবার, সাত রাউন্ড গুলি, দুটি স্মার্টফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি পকেট রাউটার, নগদ ৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা এবং একটি সিবি ১২৫ হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য আসামির কাছে রাখা ছিল। উদ্ধার হওয়া সব আলামত আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বাংলাবাজার পত্রিকাকে বলেন, “আইনগত প্রক্রিয়া চলমান। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, শফিকুল হেলালের বিরুদ্ধে বাড্ডা ও গুলশান থানায় হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।





