নরসিংদীতে সাংবাদিকদের বহনকারী বাসে চাঁদা দাবিতে হামলা, ১১ সাংবাদিক আহত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর মাধবদী এলাকায় সাংবাদিকদের বহনকারী একটি বাস আটকে চাঁদার দাবিতে সাংবাদিকদের মারধর করা হয়েছে, এতে ১১ সাংবাদিক আহত হয়েছেন। ঘটনা ঘটে সোমবার রাতে ড্রিম হলিডে পার্কের সামনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপরাধীরা সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্রাব)-এর ফ্যামিলি ডে উপলক্ষে দিনভর কর্মসূচি শেষে হামলা চালায়।

কর্মসূচি শেষে সাংবাদিকরা যখন বের হচ্ছিলেন, তখন পার্ক করা বাসগুলোর জন্য চাঁদা দাবি করে এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী। চাঁদা দিতে রাজি না হওয়ায় সাংবাদিকদের মারধর করা হয়। পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাসের ভেতরও হামলা চালায়। ১১ জন সাংবাদিক আহত হয়েছেন, এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এক পর্যায়ে সন্ত্রাসীরা বাস আগুনে জ্বালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেফতার করে এবং পরে আরও একজনকে আটক করে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

ক্রাবের সদস্য এস এম ফয়েজ বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। বিএমএসএফের সভাপতি এনামুল কবীর রূপম ও মহাসচিব খায়রুজ্জামান কামাল ঘটনার কারণ অনুসন্ধান করারও দাবি করেছেন।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন। ক্রাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন।