বাকেরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ

Any Akter
বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৩ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে এক বিশাল ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।​বাকেরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিশাল সম্প্রীতি সমাবেশ।

​বরিশালের বাকেরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে এক বিশাল ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন: শ্যামপুরে ৩৯ শতাংশ জমি জালিয়াতির অভিযোগ

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক বিভাগীয় কমিশনার বাবু বিজন কান্তি সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ সব ধর্মের মানুষের। এখানে বিভেদের কোনো স্থান নেই। বিএনপির রাজনীতি হলো সকলকে সাথে নিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা।" তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন উদাহরণ সৃষ্টির আহ্বান জানান।

​সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ৬,বাকেরগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। 

আরও পড়ুন: ৯ মাস বন্ধ থাকবে সেন্ট মার্টিন, ব্যবসায়ী-শ্রমজীবীদের উদ্বেগ

তিনি বলেন, "বাকেরগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আজ যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষ মানেই উন্নয়ন আর সকল ধর্মের মানুষের নিরাপত্তা।"

​বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা সভাপতি মন্টু চন্দ্র বৈদ্য,যুগ্ম আহবায়ক ​দেবাশীষ রায় কলিন্স,বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু,​বাবু পঙ্কজ কুমার দাস। 

​সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানকে বিজয়ী করতে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।

​সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক বিভাগীয় কমিশনার বাবু বিজন কান্তি সরকার বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সব ধর্মের মানুষের এখানে বিভেদের কোনো স্থান নেই। বিএনপির রাজনীতি হলো সকলকে সাথে নিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন উদাহরণ সৃষ্টির আহ্বান জানান।

​প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ৬,বাকেরগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, "বাকেরগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আজ যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষ মানেই উন্নয়ন আর সকল ধর্মের মানুষের নিরাপত্তা।"

​বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা সভাপতি মন্টু চন্দ্র বৈদ্য,যুগ্ম আহবায়ক ​দেবাশীষ রায় কলিন্স,বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু,​। ​

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানকে বিজয়ী করতে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।