লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

Sadek Ali
চন্দন কুমার দেব, নাসিরনগর
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩২ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির সভাপতি লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ জানুয়ারি (শনিবার) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির প্রেসিডেন্ট লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মেজিস্টেক উত্তরা প্রেসিডেন্ট লায়ন ডা. মো. ইমান আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রেটার ডাউন টাউন-এর ভাইস প্রেসিডেন্ট নিলুফা ইয়াছমিন (নিলয়) এবং লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির সেক্রেটারি শাহ নেওয়াজ চৌধুরী। চক্ষু শিবিরের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন লায়ন মো. জিয়াউল ইসলাম চৌধুরী। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাইফুল আলম চৌধুরী মঈন, মোহাম্মদ সবুজ মিয়া, মোহাম্মদ নাজমুল হুদা ও চন্দন দাস। ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সালমান, মো. সুজন, তানভীর, শুভসহ অনেকে।

আরও পড়ুন: শ্যামপুরে ৩৯ শতাংশ জমি জালিয়াতির অভিযোগ

চক্ষু শিবিরে আগত প্রায়  এক হাজার স চক্ষু রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ, চশমা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।  তাদের মধ্য থেকে চোখের ছানি রোগীদের বাছাই করে সম্পূর্ণ বিনা খরচে অপারেশনের জন্য ঢাকাস্থ লায়ন চক্ষু হাসপাতালে পাঠানোর উদ্দেশ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়।

চক্ষু শিবিরের আয়োজক লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, অন্ধত্বের অভিশাপ দূরীকরণে দুই থেকে তিন মাস পরপর নাসিরনগরের বিভিন্ন এলাকায় নিয়মিত চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। এছাড়াও যেকোনো দুর্যোগ বা সংকটে লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালি সবসময় নাসিরনগরবাসীর পাশে থাকবে।”

আরও পড়ুন: ৯ মাস বন্ধ থাকবে সেন্ট মার্টিন, ব্যবসায়ী-শ্রমজীবীদের উদ্বেগ

উল্লেখ্য, লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বেনীপাড়া গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের কৃতী সন্তান। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী একজন স্বনামধন্য সমাজকর্মী, লেখক, নজরুল গবেষক, সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণে তাঁর ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।