ঘরেই তৈরি করুন সুস্বাদু ফুলকপির বড়া

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৯:২৯ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীতকালে আকর্ষণীয় সবজি হলো ফুলকপি। এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু সব খাবার। ফুলকপির কোর্মা, ফুলকপির পায়েস ছাড়াও তৈরি করতে পারেন ফুলকপির বড়া। চলুন জেনে নেওয়া যাক শীতের বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও রাখা এই পদ তৈরির রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ

আরও পড়ুন: রুটি দীর্ঘক্ষণ নরম রাখবেন যেভাবে

ফুলকপি- ১টি, ময়দা ও কর্নফ্লাওয়ার- ১ কাপ, কালিজিরা- এক চিমটি, ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, চিনি- আধা চা চামচ, লবণ- স্বাদমতো, টেস্টিং সল্ট- এক চিমটি, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, সয়াসস- ১ টেবিল চামচ, ডিম- ১টি, তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

আরও পড়ুন: সরিষার তেল কী স্বাস্থ্যকর?

ফুলকপি লবণ দিয়ে একটু ভাপ দিয়ে তুলে নিন। তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করুন যেন খুব পাতলা বা খুব ঘন যেন না হয়। ভাপানো ফুলকপি গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। ব্যস, হয়ে গেলো সুস্বাদু ফুলকপির বড়া। পছন্দের যেকোনো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন।