প্রয়োজনে বান্দরবানে সেনাবাহিনী নামানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচি উপজেলা শহরে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ডাকাতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, "আমরা ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা যা যা করণীয় সব কিছুই করব। প্রয়োজনে সেখানে সেনাবাহিনী নামানো হবে।"

আজ বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: ডিএমপির সকল থানায় এখন থেকে অনলাইনে জিডি

এর আগে আজ বেলা একটার দিকে থানচি সদরের থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা লুট করে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে কেএনএফ সন্ত্রাসীরা অপহরণ করেছে। এ ছাড়া ব্যাংকের এই শাখারও ভল্ট ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে।


আরও পড়ুন: ঢাকা মহানগর এলাকায় ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি