স্বাধীন তদন্ত কমিশন

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ২৫ জুন ২০২৫ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৫
স্বাধীন তদন্ত কমিশন। ছবিঃ সংগৃহীত
স্বাধীন তদন্ত কমিশন। ছবিঃ সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তবে তদন্তের স্বার্থে এখনই কারও নাম প্রকাশ করা হয়নি। বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। গণমাধ্যমও ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। সময়মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করা হলে হত্যাকাণ্ডের ভয়াবহতা অনেকটাই কমানো যেত।”

আরও পড়ুন: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা, কার্যক্রম নিষিদ্ধ

কমিশনের অগ্রগতির বিষয়ে ফজলুর রহমান জানান, হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত ১৫৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আরও ৫০ জনের সাক্ষ্য নেওয়া বাকি রয়েছে। পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবীর নানক লিখিতভাবে তাদের সাক্ষ্য দিয়েছেন। এই ঘটনা নিয়ে তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড। এই বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

আরও পড়ুন: ডিএমপির সকল থানায় এখন থেকে অনলাইনে জিডি