রাজধানীতে তিন সমাবেশ ঘিরে ১৪ হাজার পুলিশ মোতায়েন, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

রাজধানী ঢাকায় রোববার (৩ আগস্ট) তিনটি গুরুত্বপূর্ণ সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "তিনটি সমাবেশ ঘিরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪ হাজারের মতো পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আমরা কোনো নিরাপত্তা হুমকি দেখছি না।"
সমাবেশ তিনটি হলো, শাহবাগ মোড়: বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’। জাতীয় শহীদ মিনার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ দাবিতে জনসমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান: সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজন ‘জুলাই জাগরণ’ কালচারাল ফেস্ট।
আরও পড়ুন: ডিএমপির সকল থানায় এখন থেকে অনলাইনে জিডি
ছাত্রদলের সমাবেশটি দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে, এনসিপির জনসমাবেশ শুরু হবে বিকেল ৩টায়। এদিকে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ১-৪ আগস্ট পর্যন্ত। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সবাইকে সচেতন ও ধৈর্যশীল আচরণের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।