সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদক কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না; অভিযোগের বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই তদন্ত শুরু হয়।

আরও পড়ুন: কেএমপি কমিশনারসহ পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ-১ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়ির আশপাশে হাঁটার পথ অবরুদ্ধ করে নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ, খালের পাশে আধুনিক ল্যাম্পপোস্টসহ নানা ধরনের নির্মাণ কাজ করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রাষ্ট্রপতি দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন আবদুল হামিদ। এর পর থেকেই উক্ত উন্নয়ন কাঠামো নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

আরও পড়ুন: আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবি পিন্টুর স্ত্রীর

অভিযোগের সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দুদক। তবে এখনো কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু বা কোনো নোটিশ জারির বিষয়টি জানানো হয়নি।