পুলিশের ৬ ডিআইজি পদে রদবদল
পুলিশ সদর দপ্তরের ৬ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত সোমবারে প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক
রদবদল হওয়া কর্মকর্তারা হলেন— ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) পদে কর্মরত জনাব গোলাম কিবরিয়া হাসানকে ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবেই দায়িত্বে রাখা হয়েছে, ডিআইজি (হেডকোয়ার্টার্স) জনাব তাসনিম নাসরিনকে ডিআইজি (হেডকোয়ার্টার্স) পদে পদায়ন করা হয়েছে।, ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং) জনাব মো. আরিফ সাদেককে একই পদে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে, ডিআইজি (লজিস্টিকস) জনাব মোহাম্মদ সাদেক শামীমকে ডিআইজি (লজিস্টিকস) পদে পদায়ন করা হয়েছে।, ডিআইজি (ফিন্যান্স) জনাব মো. আব্দুর রহমানকে ডিআইজি (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, ডিআইজি (ডেভেলপমেন্ট) জনাব মো. মোস্তাফিজুর রহমানকে ডিআইজি (ডেভেলপমেন্ট) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি পুলিশ সদর দপ্তর, ঢাকা থেকে জারি করা হয় এবং সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, গ্রেপ্তার ১৭





