বিপাশার শরীর নিয়ে কটাক্ষ আমিশার

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৩ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাইমস আব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে আমিশা ২০০৩-এর ‘জিসম’ প্রসঙ্গে আমিশা বিপাশাকে খোঁচা দিয়ে বলেন, ‘জিসম দুর্দান্ত একটা সিনেমা। এ সিনেমার গান দারুণ, দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে দারুণ। কিন্তু আমার এখনও প্রশ্ন বিপাশা কেন! 

২০০৩-এ ‘জিসম’ সিনেমায় বিপাশাকে দেখে নাক সিঁটকেছিলেন আমিশা প্যাটেল।‘কফি উইথ করণ’-এ এসে সেসময় তিনি বিপাশার ‘নিম্নাংশ বিস্তৃত’ বলে কটাক্ষ করেছিলেন। বিপাশার জায়গায় তাকে নেওয়া হলে কী হত? এমন প্রশ্নের উত্তরে আমিশা জানিয়েছিলেন, ‘আমি কখনও এধরনের চরিত্রে অভিনয় করতে পারব না, কারণ আমার ঠাকুমা এসব মেনে নেবেন না।’ 

আরও পড়ুন: পাহাড়ের খাদে পড়ে নোরা ফাতেহির মৃত্যুর খবর ভাইরাল

তবে আমিশার এধরনের মন্তব্যের মোক্ষম জবাবও দিয়েছিলেন বিপাশা। সেসময় বিপাশা বলেছিলেন, ‘সত্যি কথা বলতে কি জিসমের মতো সিনেমা করার জন্য যেধরনের শরীরি সৌন্দর্য, ব্যক্তিত্বের প্রয়োজন তা ওর নেই। ওই চরিত্রে ও এক্কেবারেই বেমানান।’ বিপশা বলেন, ‘আসলে হিপস বড় বলে আমিশা আমার প্রশংসাই করেছেন।’ বিপাশার এমন জবাবে তার সঙ্গে আসা লারা দত্তও হেসে গড়িয়ে পড়েছিলেন।