চারদিনে ‘শয়তান’-এর আয় কত?

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৪ | আপডেট: ৮:৫৭ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিকাশ বহেল পরিচালিত ভৌতিক ছবি ‘শয়তান’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। গতকাল সোমবার আয় কিছুটা কমলেও চারদিনে ছবিটি বিশ্বজুড়ে আয় করে ফেলেছে ৮০ কোটি রুপি।

মুক্তির দিন অর্থাৎ শুক্রবার, ৮ মার্চ বক্স অফিসে ‘শয়তান’ ১৪.৭৫ কোটি রুপি আয় করেছে। শনিবার সেটা প্রায় ২৭.১২ শতাংশ বাড়ে। ফলে সেদিন বক্স অফিসে এই ছবিটি ১৮.৭৫ কোটি রুপি আয় করেছে। রবিবার এটি আরও ৯.৩৩ শতাংশ আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০.৫ কোটি রুপিতে। কিন্তু সোমবার আয়ের পরিমাণ ৬৫.৮৫ শতাংশ কমে হয় ৭ কোটি রুপি।

আরও পড়ুন: পাহাড়ের খাদে পড়ে নোরা ফাতেহির মৃত্যুর খবর ভাইরাল

ভারতীয় বক্স অফিসে এই ছবির মোট আয় চারদিন পর দাঁড়িয়েছে ৬১ কোটি রুপিতে। অন্যদিকে বিশ্বজুড়ে শয়তান আয় করেছে ৮০ কোটি রুপি।

শয়তান ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বহেল। প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। এ

আরও পড়ুন: ভুল চিকিৎসায় আমিরের ‘দঙ্গল’ কন্যার অকাল মৃত্যু

এটি গুজরাটি ছবি ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা। সূত্র: মিন্ট