বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে শ্রমজীবী মামুনের মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।

পরে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে

বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান জানান, কে বা কারা মামুনকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, “নিহত মামুন শ্রমজীবী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কোনো কাজের সূত্রে ওই মেসে গিয়েছিলেন। তিনি সেখানে থাকতেন না। ঘটনায় জড়িতদের শনাক্তে আমাদের একাধিক টিম কাজ করছে।”

আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই

পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধ অথবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।