গুলশানে রাজউকের মোবাইল কোর্টে ৭টি হোটেল ও সেলুন সীলগালা, ৯ নারী ও ৫ পুরুষ আটক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৬ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৪/২ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত অভিযানে মোট ৭টি আবাসিক হোটেল ও সেলুন/স্পা সীলগালা করা হয়েছে। এ সময় ৯ নারী ও ৫ পুরুষকে থানায় সোপর্দ করা হয়েছে।

মোবাইল কোর্ট চলাকালে ৪১ নাম্বার রোডের নাইস সেলুনে অননুমোদিত স্পা ও সেলুন পরিচালনার কারণে প্রতিষ্ঠানটি সীলগালা করে বন্ধ করা হয়। সেখানে ১ নারী ও ৩ পুরুষকে থানায় নেওয়া হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

গুলশানের হোটেল আমারিতে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কারণে ভবনটি সীলগালা করা হয়। তবে হোটেলে বিদেশী অতিথি অবস্থান করায় রবিবার পর্যন্ত রুম খালি করার সময় দেওয়া হয়েছে। হোটেল লেকশোরে স্থাপিত অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থার কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অভিযানে গুলশানের ২৪ নাম্বার রোডের রতনপুর ক্যাসেল নামে ৬ তলা ভবনের ৪ তলায় অবৈধ স্পা ও সেলুন পরিচালনা করা হয়, যা সীলগালা করে বন্ধ করা হয়। এ সময় ৮ নারী ও ২ পুরুষকে থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন: ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

৪১ নাম্বার রোডের উডেন নাইস ফার্নিচারে অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করাও অভিযানের অংশ ছিল। রাজউক নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের ব্যত্যয় রোধ এবং অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার তদারকি করছে।

আজকের অভিযানে রাজউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।