চুরি করে ধরা পরায় মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: ডিএমপি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যাকাণ্ডের প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানায় পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, চুরির সময় গৃহকর্ত্রী ও তার মেয়ের মুখোমুখি হওয়ায় আয়েশা তাদের হত্যা করে। পরে সে স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায় এবং সঙ্গে নিয়ে যায় মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী।

আরও পড়ুন: ঢাকার বাড্ডায় চলন্ত বাসে আগুন

আয়েশা নরসিংদীর সলিমগঞ্জের রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সাভারের হেমায়েতপুরে স্বামী রাব্বী সিকদারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি বিশ্লেষণ করে ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় কাজ করতে আসে এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা ত্যাগ করে। পরে বাড়ির মালিক ও মামলার বাদী আজিজুল ইসলাম কর্মস্থল থেকে ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। নাফিসাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন; লায়লা আফরোজ ঘটনাস্থলেই নিহত ছিলেন।

আরও পড়ুন: ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, “হত্যাকাণ্ডের পরপরই সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে একাধিক টিম তদন্ত শুরু করে। আসামিকে ধরতে টানা অভিযান চালানো হয়। তদন্ত এখনো চলমান।”