মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পক্ষ থেকে প্রতিবাদ সভা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১১ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষ থেকে আজ সকাল ১১টায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তারা ক্ষতিপূরণের জন্য দায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রিট বাস্তবায়নের দাবি জানান।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানান, গত ১১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিমান দুর্ঘটনায় শহীদ ও আহত পরিবারদের জন্য যে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, তা সকল শহীদ ও আহত পরিবারকে বিবেচনায় না রেখে নেওয়া অমানবিক ও অপমানজনক। তাই তারা সরকারের এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

পরিবারগুলো দাবি করেছেন, ক্ষতিপূরণের এই অমানবিক পরিমাণ প্রত্যাহার করে দ্রুত রিট বাস্তবায়ন করা হোক। পাশাপাশি নিহতদের শহীদ মর্যাদা প্রদান, আহতদের আজীবন চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং রাষ্ট্রকে পূর্ণ দায় নিতে হবে।

ভুক্তভোগীরা বলেন, "আমরা দয়া চাইছি না, আমরা ন্যায় বিচার চাই। আমরা মানুষের জীবনের মর্যাদা চাই।" তারা আরও জানান, সরকারের বর্তমান সিদ্ধান্ত বহাল থাকলে ক্ষতিগ্রস্থ পরিবার শান্ত থাকবে না এবং আইনি, সামাজিক ও গণতান্ত্রিক সব পথে তাদের অধিকার আদায়ের চেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

এ সময় ভুক্তভোগীদের সঙ্গে সমবেদনা জানাতে ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্থদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, "সরকারের ঘোষিত ক্ষতিপূরণ খুবই সামান্য। এটি বৃদ্ধি না করা হলে আহতরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন।"