ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকায় পাঁচ তলার ওই ভবনটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ভবনের পাঁচ তলায় একটি গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে সংবাদ পাওয়ার পর তাদের চারটি ইউনিট ৭টা ২২ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি আরও বলেন, ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের পাশাপাশি আবাসিক স্থানও রয়েছে। তবে কোন গোডাউনে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে আগত প্রবাসীদের উদ্যোগে গুলশানে নির্বাচনী প্রচারণা
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে জোর দিয়ে কাজ করছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।





