বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের
সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে সমতা ফেরানোর পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান তোলে আয়ারল্যান্ড। দলের ওপেনার পল স্টার্লিং করেন সর্বোচ্চ ৩৮ রান। জবাবে ১৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।
আরও পড়ুন: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ছোট লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে ছিলেন তানজিদ তামিম ও সাইফ হাসান। দুজন মিলে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। সাইফ ১৪ বলে ১৯ রান করে ফেরার পর তিনে নেমে ব্যর্থ হন অধিনায়ক লিটন দাস—৬ বল খেলে করেন মাত্র ৭ রান।
তবে তৃতীয় উইকেটে দলকে বিপর্যয় থেকে টেনে নেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। বিশেষ করে তামিম দেখিয়েছেন অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স। ফিল্ডিংয়ে তিনি ধরেছেন এক ম্যাচে ৫টি ক্যাচ, যা টেস্ট খেলুড়ে দেশের কোনো ফিল্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের বিশ্ব রেকর্ড। রেকর্ডের দিনে ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত—৩৬ বলে অপরাজিত ৫৫ রান করে দলের জয় নিশ্চিত করেন। ইমন করেন অপরাজিত ৩৩ রান।
আরও পড়ুন: সাকিবকে নিয়ে রয়েল চ্যাম্পসের একাদশ
এর আগে বাংলাদেশের বোলিংয়ে শুরুটা আশানুরূপ হয়নি। প্রথম ওভারেই মেহেদী হাসান দেন ১৩ রান। তবে শরিফুল, মুস্তাফিজ ও তানজিদের ঘুরে দাঁড়ানো বোলিং আয়ারল্যান্ডকে চাপে ফেলে। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৫১ রান তুললেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি আইরিশরা। লরকান টাকার, কুর্তিস ক্যাম্পার, ডেলানি কেউই দুই অঙ্কের বেশি করতে পারেননি। শেষদিকে জজ ডকরেল (১৯) ও গ্যারেথ ডেলানি (১০) কিছুটা চেষ্টা করলেও দলকে টেনে নিতে পারেননি।
অবশেষে ১১৭ রানে থামা আয়ারল্যান্ডকে সহজেই হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।





