কুমিল্লায় গাছে গাছে আমের মুকুলের মোহময় গন্ধ ছড়াচ্ছে
কুমিল্লার পাড়া-মহল্লায় এ বছর আম গাছে মুকুলের সমারোহ বিরাজ করছে। সরজমিন পরিদর্শনে দেখা যায়, আবহাওয়া অনুকূলে থাকার কারণে গ্রামগঞ্জে আম গাছে মুকুল ভরে গেছে। মুকুলের মোহময় গন্ধে মাতোয়ারা মৌমাছি, বিভিন্ন প্রজাতির পাখি এবং পোকামাকড় গাছের রস আহরণ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর অন্যান্য বছরের তুলনায় আম গাছে মুকুল বেশি দেখা যাচ্ছে, যা ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে।
শীতের শেষ পর্যায়ে কম কুয়াশার প্রভাবে আম গাছে মুকুলের পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে কুমিল্লা অঞ্চলে কৃষকরা মুকুল বা ফলন পর্যায়ে কোন রকম ঔষধ ব্যবহার করছেন না, যার ফলে আমের স্বাদ আরও সুস্বাদু হচ্ছে।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপকালে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন চাহিদার চেয়ে বেশি হতে পারে। এছাড়া রাস্তার পাশে ও বিভিন্ন স্থানে মানুষ বিকেলবেলায় এই মুকুল দেখার জন্য জড়ো হচ্ছে। তবে ঝড় বা অতিবৃষ্টি না হলে এ বছর ফলন অন্যান্য বছরের তুলনায় ভালো হবে বলে আশা করা যাচ্ছে।
এবার কুমিল্লার আম মেলার সময় মুকুল এবং প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করে কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষও আনন্দ উপভোগ করতে পারবে।
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ





