নির্বাচনি বাস ক্যাম্পেন উদ্বোধন করলেন জামায়াত আমির
রাজধানীতে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনি বাস উদ্বোধনের মাধ্যমে এই প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নির্বাচনি বাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
“দেশের চাবি নিরাপদ হাতে উঠবে”
উদ্বোধন শেষে জামায়াত আমির বলেন, “দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।”
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
তিনি দাবি করেন, দেশবাসী এবার পরিবর্তন চায় এবং জামায়াতে ইসলামি দেশের মানুষের বিজয় নিশ্চিত করতে চায়।
“জামায়াত বিজয়ী হলে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে”
ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়।” তিনি আরও বলেন, আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে—এমন প্রত্যাশা জামায়াতের।
হামলার অভিযোগ ও ভোট প্রার্থনা
জামায়াত আমির অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলার ঘটনা ঘটেছে।
এরপর তিনি ঢাকা-১৫ আসনের স্থানীয় ভোটারদের কাছে জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।





