ময়মনসিংহে ৯৭ বিদেশি মদসহ গ্রেফতার-১

Sanchoy Biswas
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানা এলাকা হতে ৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যা-১৪ এ তথ্য জানায়।

র‌্যাব-১৪, সিপিএসসি কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  মযয়মনসিংহ জেলার তারাকান্দা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন শম্ভুগঞ্জ টোলপ্লাজা অতিক্রম করে ময়মনসিংহ শহরের দিকে আসছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানীর একটি অভিযানিক দল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ছয় ঘটিকার দিকে মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ ব্রিজ সাকিনস্থ চায়না মোড় টোল প্লাজা সংলগ্ন জনৈক সারোয়ার হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে তল্লাশি করা হয়। 

আরও পড়ুন: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৭০

তল্লাশিকালে ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকা হতে ময়মনসিংহগামী একটি ইজিবাইক সন্দেহ হলে তল্লাশি করে ইজিবাইক চালক ময়নাল মিয়া (৩৬) ৯৭ বোতল বিদেশি মদ সহ আটক করা হয় এবং উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত বিদেশী মদ এবং ব্যাটারিচালিত ইজিবাইকটি জব্দ করা হয়। 

উদ্ধারকৃত বিদেশি মদের ওজন ৫৩ লি: ৬২৫ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ পনেরো হাজার টাকা। উক্ত বিষয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: পাপিয়া দম্পতির সাড়ে তিন বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা